কবিতা - সায়ন দে



কবির বচন
সায়ন দে

দু একটা আগ্রহী পাঠক
আমার লেখা পড়ল কি পড়ল না...
ফেসবুকে বোরিং পোস্ট
দেখল কি দেখল না_
নিজেকে কবি ভেবে দাড়ি রাখা শুরু,
পাঞ্জাবী ঝোলা ব্যাগ
গালে হাত সেলফি,
মোটা ফ্রেম.... পেন খাতা
মহিলা মহল জুড়ে ফুটেজ খাওয়ার ধুম।
আসলে এটা একটা মোহ,
একটা ইন্দ্রজাল সস্তায় দিকভ্রান্ত হবার।
সাফল্য পাওয়া কবিতা লেখার থেকেও কঠিন...
যারা পায় তারা জানে
সহজে শুধু হতাশা মেলে,
আসল শান্তি না ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন