অবধেশ মিশ্র
খেলাঘরের খেলা শেষে হোমকুন্ডে আরো কিছুটা ঘি দি ঢেলে, আগুন যেনো লম্বা হয়,
এতোটাই, যাতে আকাশটা ছোঁয়া যায়।
ধোয়া যখন আকাশ ছুঁয়ে অনেকটা মেঘের মতো, আমি ভাবি এই বুঝি বৃস্টি হবে।
বৃষ্টি আমি খুব ভালোবাসি, আমি ভিজতে ভালোবাসি, কেনো জানো?
শ্রাবণ আমার জন্ম মাস।
শ্রাবন এলেই আমি চশমা ছাড়াই পরিস্কার দেখি, প্রথমে একটু ঝাপশা লাগে, পরে সব ঠিক হয়ে যায়।
সব ঠিকঠাক হওয়াটাও বৃষ্টির মতো, কখনো দুরদাড় কখনো বা ঝির ঝির,
কোনটা কিসের জল, বোঝা যায় না।
আমি বৃষ্টি আর আগুন দুটোই খুব ভালোবাসি।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন