বর্ষার কাব্য
তমালী রায়
তমালী রায়
ভালবাসা পেলে মৃতেরাও সবুজ হয়ে ওঠে,
পীতাম্বরি মেঘ দেখে ময়ূর মেলে পেখম।
বৃষ্টির ফোঁটায় দুঠোঁটের বন্ধ মুঠি খুলে,
অমৃত ভেসে ওঠে, বাণভাসী যেরকম।
সব জল শুষে নিতে পারো ?
বন্দী শহরের সবটুকু যন্ত্রণা ?
শুষে নিতে পারো ? জমে থাকা বিষ ? কান্না ?
এত শক্তি আছে কি চুম্বনে তোমার?
যদি না থাকে, অযথা বেসোনা ভালো,
দুর্যোগ কেটে যাবে বলে, আকাশ দেখিয়ো না আর।
পীতাম্বরি মেঘ দেখে ময়ূর মেলে পেখম।
বৃষ্টির ফোঁটায় দুঠোঁটের বন্ধ মুঠি খুলে,
অমৃত ভেসে ওঠে, বাণভাসী যেরকম।
সব জল শুষে নিতে পারো ?
বন্দী শহরের সবটুকু যন্ত্রণা ?
শুষে নিতে পারো ? জমে থাকা বিষ ? কান্না ?
এত শক্তি আছে কি চুম্বনে তোমার?
যদি না থাকে, অযথা বেসোনা ভালো,
দুর্যোগ কেটে যাবে বলে, আকাশ দেখিয়ো না আর।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন