কবিতা - রমা চোঙদার



যন্ত্রণা
রমা চোঙদার

যে শিশুটি মেয়ে হয়ে জন্ম নিয়ে একটু আগে মায়ের জরায়ু
পথ দিয়ে বেরিয়ে এসে পৃথিবীর আলো দেখল,
তো জানে না , ওর স্তনে রেখা ওঠা থেকে বলি রেখা
পডে যাওয়া পর্যন্ত , দীর্ঘ সময় যে কোনো
মুহূর্তে কাল সাপের দংশনে বিষে নীল হয়ে যেতে পারে
ওর বুকদুটো , এই খবর টা যদি মেয়েটা মায়ের পেটে
পেতো ,হয়তো মায়ের গর্ভের নাড়ি নিজের গলায় ফাঁস লাগিয়ে
আর একটা ধর্ষকের জন্ম দেওয়া থেকে বিরত থাকতো


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন