বৃষ্টি
কাশীনাথ গুঁই
বৃষ্টি।
তুই কি আজ আসবি -
সন্ধ্যেটা খালি রাখি রোজ।
কথা দিয়ে কেন এত ভুলিস রে।
একদিন মাত্র
কথা রাখতে পারিনি।
অমনি পর হলি!
নটা বছর ধরে
তোর সব কথাই রেখে
এই প্রতিদান দিতে পারলি!
তুই নাকি একদিন
খুব ভালবেসেছিলি!
রোজ কানে কানে বলতিস কিনা।
ভালবাসার মানে বুঝিস -
এত অপমানে ফেরালি
তবু তোকেই যে ভালবাসি!
লোকে বলে
আমি নাকি নির্বোধ
তাই আজও তোকেই ভালবাসি।
জানিরে জানি,
কোনদিন এই চিরকুট
তুই পাবি না,পেলেও বুঝবি না।
তবু বলি
রোজ সাঁঝে
তুই একটু একটু করে
কাশীনাথ গুঁই
বৃষ্টি।
তুই কি আজ আসবি -
সন্ধ্যেটা খালি রাখি রোজ।
কথা দিয়ে কেন এত ভুলিস রে।
একদিন মাত্র
কথা রাখতে পারিনি।
অমনি পর হলি!
নটা বছর ধরে
তোর সব কথাই রেখে
এই প্রতিদান দিতে পারলি!
তুই নাকি একদিন
খুব ভালবেসেছিলি!
রোজ কানে কানে বলতিস কিনা।
ভালবাসার মানে বুঝিস -
এত অপমানে ফেরালি
তবু তোকেই যে ভালবাসি!
লোকে বলে
আমি নাকি নির্বোধ
তাই আজও তোকেই ভালবাসি।
জানিরে জানি,
কোনদিন এই চিরকুট
তুই পাবি না,পেলেও বুঝবি না।
তবু বলি
রোজ সাঁঝে
তুই একটু একটু করে
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন