কবিতা - দেবাশিস রায়



একবার দেখি
দেবাশিস রায়

ঘাড় না ঘোরালে
দেখবো কি করে
কি রংএর টিপ পরেছো....
সব স্মৃতি দুপায়ে
সহজে মাড়িয়ে
কোন চেনা পথ ধরেছো??
যাওয়ার সময়
ডাকা ঠিক নয়
তবুও কিছুটা কৌতুহলে...
 দেখতে চাইছি
টিপ নয় আঁখি
রয়েছে ভরে কি অশ্রুজলে???


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন