চিঠি
রিয়াজুল আলম ভূঁইয়া
রিয়াজুল আলম ভূঁইয়া
তোমায় গড়েছে বিধি সুষমা সুন্দর
জীবনের একটি প্রহর আমার জন্যে রেখো।
শতাব্দীর সুর বয়ে আনা একটি প্রহর
তার জন্যে একটি নদীর তীর কল্পনা করে নেব
মানুষের,যন্ত্রের সম্মিলিত শব্দের শহরে,
সুবর্ণ প্রহরে দৈত্য-দালান ভেদ করে
মসলিন-চাদরের মত নেমে আসবে নীলিমা।
জীবনের একটি প্রহর আমার জন্যে রেখো।
শতাব্দীর সুর বয়ে আনা একটি প্রহর
তার জন্যে একটি নদীর তীর কল্পনা করে নেব
মানুষের,যন্ত্রের সম্মিলিত শব্দের শহরে,
সুবর্ণ প্রহরে দৈত্য-দালান ভেদ করে
মসলিন-চাদরের মত নেমে আসবে নীলিমা।
প্রাচীনতম যুগ হতে
জগতের যত প্রেম দৃশ্যত চলে গেছে ব্যর্থ হয়ে
গেছে যত প্রেমিক-প্রেমিকা বিস্মরণে
শোভাযাত্রায় তারা হাঁটবে আমাদের পেছন পেছন।
জগতের যত প্রেম দৃশ্যত চলে গেছে ব্যর্থ হয়ে
গেছে যত প্রেমিক-প্রেমিকা বিস্মরণে
শোভাযাত্রায় তারা হাঁটবে আমাদের পেছন পেছন।
একটি প্রহর যদি দিতে পারো প্রিয়তমা,
না হয় নষ্ট হল একটি দুপুরের ভাতঘুম,কিংবা
হিসাবের একটি সাধারণ দিনে
না হয় রইল পড়ে পদার্থের সকল প্রথা
জীবন যেমন যায় তেমনি যাবে
সময়ের সাথে সাথে আমাদের
অস্থিচর্ম যাবে কীটের ভোজনে;
একটি প্রহরের গান রয়ে যাবে
সময়ের মহাসমুদ্রে কোনো জলকণা হয়ে
জল বয়ে বয়ে নিভৃত নদী কোনো গায়ে।
না হয় নষ্ট হল একটি দুপুরের ভাতঘুম,কিংবা
হিসাবের একটি সাধারণ দিনে
না হয় রইল পড়ে পদার্থের সকল প্রথা
জীবন যেমন যায় তেমনি যাবে
সময়ের সাথে সাথে আমাদের
অস্থিচর্ম যাবে কীটের ভোজনে;
একটি প্রহরের গান রয়ে যাবে
সময়ের মহাসমুদ্রে কোনো জলকণা হয়ে
জল বয়ে বয়ে নিভৃত নদী কোনো গায়ে।
অথবা নিরুত্তর হলে প্রহরের ডাকে
ধূলাবালি ট্রাফিকের ভীড়ে
নদী জল মিলিয়ে যাবে ঘর্মাক্ত শহরে
ধূলাবালি ট্রাফিকের ভীড়ে
নদী জল মিলিয়ে যাবে ঘর্মাক্ত শহরে
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন