কবিতা - জয়ন্ত



মিথ্যে-সত্যি
জয়ন্ত

এই অবেলায় তোমার সাথে আড়ি খেলি চল,
রান্নাবাটি গড়াগড়ি...
খোলাম কুচি জীবন মেলে ধর...
আর জীবনে যা ছিলনা এ’জীবনে ও তাই,
বোকা হলে প্রতি জীবন এক জীবন ই হয়!
আঙ্গুল ছুঁবি?
আড়ি আঙ্গুল...!!
মিথ্যে কিন্তু নয়,
ছুঁলে এবার আর পাবিনা...
জীবন অপচয়...।!!!
আসলে তুই ভাল ভীষণ,
সত্যি নিয়ে চলিস,
হাঁড়িকাঠে গলা পাঁঠার,
কে বাঁচাবে জানিস?




1 মতামত: