মিথ্যে-সত্যি
জয়ন্ত
জয়ন্ত
এই অবেলায় তোমার সাথে আড়ি
খেলি চল,
রান্নাবাটি গড়াগড়ি...
খোলাম কুচি জীবন মেলে ধর...
আর জীবনে যা ছিলনা এ’জীবনে ও তাই,
বোকা হলে প্রতি জীবন এক জীবন ই হয়!
আঙ্গুল ছুঁবি?
আড়ি আঙ্গুল...!!
মিথ্যে কিন্তু নয়,
ছুঁলে এবার আর পাবিনা...
জীবন অপচয়...।!!!
আসলে তুই ভাল ভীষণ,
সত্যি নিয়ে চলিস,
হাঁড়িকাঠে গলা পাঁঠার,
কে বাঁচাবে জানিস?
রান্নাবাটি গড়াগড়ি...
খোলাম কুচি জীবন মেলে ধর...
আর জীবনে যা ছিলনা এ’জীবনে ও তাই,
বোকা হলে প্রতি জীবন এক জীবন ই হয়!
আঙ্গুল ছুঁবি?
আড়ি আঙ্গুল...!!
মিথ্যে কিন্তু নয়,
ছুঁলে এবার আর পাবিনা...
জীবন অপচয়...।!!!
আসলে তুই ভাল ভীষণ,
সত্যি নিয়ে চলিস,
হাঁড়িকাঠে গলা পাঁঠার,
কে বাঁচাবে জানিস?
Aabar ekta bhalo upohar pelam chilekothar theke. Thank you chilekotha.
উত্তরমুছুন