‘চিলেকোঠা’ আয়োজিত রাখীবন্ধন অনুষ্ঠান তো দারুণ জমবে, এ আর নতুন কি কথা! গত ২৯ অগস্ট হয়ে গেছিল সেই অনুষ্ঠান, সল্টলেকে এসওএস ভিলেজে। সঙ্গে বিতর্কসভা, বিষয় ‘সাইবার অপরাধ’। এমন বিষয়ে আলোচনা সময়োপযোগী এবং নিশ্চিত ঋদ্ধ করে উপস্থিত সকলকে।
ওয়েবে উড়ে উড়ে ডানায় ক্লান্তি আসে বইকী কখনো! ‘চিলেকোঠা ওয়েবজিন’ তাই স্থির করেছিল বাঙালির আদরের শারদোৎসব-লগ্নে সে মুদ্রিতরূপে সংস্থিত বা সংস্থিতা হবে। আমাদের সদস্যা শ্রীমতী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের আলয়ে মহালয়ার মনোরম সন্ধ্যায় বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী যশোধরা রায়চৌধুরি এবং কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল পত্রিকার মুদ্রিত সংখ্যা প্রকাশ করেছিলেন রুচিশীল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে।
কেমন হয়েছে সেই পত্রিকা? মতামত পেয়েছি কিছু, আসুক আরও।
আশপাশে কত কিছু যে ঘটে যাচ্ছে। “চিলেকোঠা ওয়েবজিন” রাজনীতির দর্শনে বিশ্বাস রাখে, রাজনীতির দৈনন্দিনতায় বা দলাদলিতে তার তত আগ্রহ নেই। কিন্তু স্বাধীনতা, স্বচ্ছতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র – এগুলি আমাদের দেশের মৌলিক চরিত্র। আর কথাতেই আছে, পয়সা হারালে হারায় না কিছুই, স্বাস্থ্য হারালে হারায় অল্প, আর চরিত্র হারালে থাকে না কিছুই।
আসুন সকলে ব্রতী হই, আমাদের দেশের চরিত্র অটুট থাকুক। তার পরতে পরতে জড়িয়ে থাকে চিলেকোঠা ওয়েবজিন। সকল অন্ধকার দূর করে দিক আসন্ন দীপাবলির আলোকমালা।