জীবনের সম্পদ
ইন্দ্রাণী সরকার
এক আশ্চর্য আলোকিত পথ
সামনে অপেক্ষারত,
আমি পা দুটো বাড়িয়ে দিই |
হেঁটে যাই একাকী আনমনে
এক গোলার্ধ থেকে অন্য
গোলার্ধে অমৃতের সন্ধানে |
বিগত কাল দিলনা কিছুই
শুধু একমুঠো অপমান
তুলে দিয়েছে হাতের পাতায় |
তারই মাঝে কিছু সুখ, প্রেম প্রীতি
আর কিছু মুহূর্ত প্রাপ্তিস্বরূপ
ফ্রেমে বাঁধা জীবনের সম্পদ |
সবই যেন অন্ত:সারশূন্য বিলাসিতা
তাৎক্ষণিক ভাবের প্রকাশ
মুহূর্তে মিলিয়ে যাওয়া আবেগ ||
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন