কবিতা - সত্যজিৎ

ছুটির রোববার
সত্যজিৎ



পড়তে বসেই সকাল সকাল মনটা আমার উদাস,
কোথাও সেটা হারিয়ে গেছে নেই তো পাওয়ার আভাস ।

বইয়ের পাতায় চোখ টেকেনা খাতার পাতাও শূণ্য,
অঙ্ক গণিত ভূগোল ছেড়ে ভাবনা মনে অন্য ।

কি করি আর হয়না কিছুই ভেবেই দিশেহারা,
মনের মাঝে ছুটছে নদী আকুল পাগলপারা ।

পাশেই রাখা মুড়ি বাতাসা মন করেনা খেতে,
একনিমেষে ছুট্টে যদি খেলতে পেতাম যেতে ।

মা বলছে এখন পড়া সেই বিকেলে খেলা,
চুপটি করে পড়া শুধু দুষ্টুমি নয় মেলা ।

রোববারে-ও পড়তে হবে খেলতে যাওয়া মানা,
বাইরে যাওয়ার বন্ধ দরজা শেকল তাতে টানা ।

ভাবছি বসে জানলা ধারে মন যে কোথাও বাঁধা,
রং-পেন্সিল গল্প ছড়া লাগছে যেন ধাঁধাঁ ।

কিছুই করার নেই তো এবার উল্টে বইয়ের পাতা,
খুঁজে নিলাম আপনা হতেই কবিতার এই খাতা । 



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন