কবিতা - অনুপম দাশশর্মা

অনাবৃত
অনুপম দাশশর্মা



অনেকটা পথ হাঁটার পরে জোনাকির সাথে দেখা
জিজ্ঞেস করল, বৃত্তের মুখে আবার এসেছো তো!
ভাসো এবার।

ঘুরে ফিরে যখনই করতলে চোখ পাতি
সেই একঘেয়ে আত্মসিদ্ধির ব্যঞ্জনা।

বনষ্পতি আর পাওয়া যায় না অভয়ারণ্যেও
গুঁড়ি কেটে বসে গেছে লালসার রিপুদল।
এখন আত্মজা সাথে থাকলেও
কুঁকড়ে ওঠে স্নেহমন।
পক্ষাঘাতেও চোখ খোলে না বিবেকের তাড়না।

নির্বাক নক্ষত্ররা অনেক প্রিয়জনের থেকেও বিশ্বাসী
সহমতে জোনাকিরা।

ফিরে ফিরে আসে প্রিয়ভাষিণীরা
বৃত্তাকারে, অনাবৃত অক্ষরে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন