... নাম
রত্নদীপা দে ঘোষ
অপ্সরাদের ভেতরে একা যেতে সাহস হয় না । ভয় করে খুব । যদি খুব বৃষ্টি ভোরবেগুনির ছায়া নিয়ে হাজির হয়। যদি রাতের শুরুতে বিছানায় খাড়া হয়ে ওঠে মোমের মত অন্ধকার । যদি নীল শাড়ি নীল ব্লাউজ, সবুজ মানুষের দানোকথা আমার পা জড়িয়ে ধরে ... যদি আর না ছাড়াতে পারি কুলকুল নদীর খয়েরি বোঁটা ... যদি অনামিকায় মেঘ করে আসে ব্রহ্মাণ্ড । যদি পাখিরা আঁতাত করে সুনামি পালকের সাথে ...
যদি তুমি বলো তোমাদের পাড়ায় আকাশ রঙের একটা বাড়ি আছে । কামরাঙা রঙের গৃহস্থী, অনেক ঢেউ, চুড়ো করে বাঁধা চুল ... খেজুরের গহ্বরে যদি পোষা উটের ধ্বনি বাজতে থাকে, যদি একটি মেয়ে মরুভূমি সেই বাড়িতে একলা থাকে, মেয়েটির হাতে পায়ে অনেক নাচ, যদি সেই মেয়েটি আমায় ধুলোর ঘুঙুরে নাচতে বলে ...
অপ্সরাদের ভেতরে একা যেতে সাহস হয় না । ভয় করে খুব । যদি খুব বৃষ্টি ভোরবেগুনির ছায়া নিয়ে হাজির হয়। যদি রাতের শুরুতে বিছানায় খাড়া হয়ে ওঠে মোমের মত অন্ধকার । যদি নীল শাড়ি নীল ব্লাউজ, সবুজ মানুষের দানোকথা আমার পা জড়িয়ে ধরে ... যদি আর না ছাড়াতে পারি কুলকুল নদীর খয়েরি বোঁটা ... যদি অনামিকায় মেঘ করে আসে ব্রহ্মাণ্ড । যদি পাখিরা আঁতাত করে সুনামি পালকের সাথে ...
যদি তুমি বলো তোমাদের পাড়ায় আকাশ রঙের একটা বাড়ি আছে । কামরাঙা রঙের গৃহস্থী, অনেক ঢেউ, চুড়ো করে বাঁধা চুল ... খেজুরের গহ্বরে যদি পোষা উটের ধ্বনি বাজতে থাকে, যদি একটি মেয়ে মরুভূমি সেই বাড়িতে একলা থাকে, মেয়েটির হাতে পায়ে অনেক নাচ, যদি সেই মেয়েটি আমায় ধুলোর ঘুঙুরে নাচতে বলে ...
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন