একটি অনুরোধ, কবিতাটি মৈথিলী ভাষায় লেখা, তাই সেই ছন্দেই পড়ুন।
বসন্ত – বরষণ
অভিষেক চট্টোপাধ্যায়
বরষণ লাগি রে বসন্ত অঙ্গ মে
আওল শ্যামল মাতল রঙ্গ মে।
ঝনঝন ঝঞ্ঝন গুঞ্জন বিসরি
ঝমঝম নূপুর উঠইছে শিহরি
ঘনঘন গরজন পলাশ পুঞ্জে
সিঞ্চিত ভ্রমররে ফিরইছে গুঞ্জে ।
উছলিছে যমুনা কত শত ঢঙ্গ মে
আওল শ্যামল মাতল রঙ্গ মে।
শনশন দক্ষিণ পবনক অঞ্চল
উন্মাদ শাওনমে বহইছে চঞ্চল
ঘাট–বাট–তট পর ঝটিতি ঝম্পিছে
মুহুমুহু কুহু প্রাণ গরজে কম্পিছে ।
তবু হিয়া রাখনু শাওন সঙ্গ মে
আওল শ্যামল মাতল রঙ্গ মে।
Aha vanusingher swad pelum
উত্তরমুছুন