কয়েক পৃষ্ঠার রাত
কচি রেজা
কত কম চুমুতে আমরা নাম রেখেছি প্রেমের
পায়ের কাছেও কালো রঙ যারা যাবে উত্তরে দক্ষিণে
জিভের বদলে আজ কথা বলছে দীর্ঘশ্বাস
চিমনিতে কালি, বালু ঘষে ধার করছি ঘুম
আমার জমে যাওয়া গলা, ক্ষুধার্ত পা
নগ্নতম ঘ্রাণ নিচ্ছে টি-শার্টের
জানি, পিতাদের মত আমাদেরও ঘন্টা কয়েকের ব্রণের গল্পে
শুধু কয়েক পৃষ্ঠার রাত…।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন