রজনীগন্ধার ডাকে যূঁইফুল
সুস্মিতা বিশ্বাস
তোমার উষ্ণতায় আমায় বাসবে কি ভালো,
কোনদিনই বুঝলেই না- ভালবাসি,
তাই বারেবার,ইচ্ছে-নদীর জলে
সুখের অনুভূতির “ঘ্রান’,
উঁচু ঝরনার স্রোতে ঝরে পড়ে আবেগের আকুতি,
তুমিই আসবে আমারই সেই চেনা মাতাল গন্ধে,
মুগ্ধ দৃষ্টির আমন্ত্রণে কাছে কাছে হৃদয়ের স্পন্দন,
অতীব প্রেমরাগ গান শোনাবে সুরনদীর অন্তরে,
রজনীগন্ধার মিষ্টি আবেগে যুঁইফুল পথে পথে,
একটানা ইমন এর সুরে মুছে যাবে বেহাগ,
কালো মেঘেরা ছড়াবে রাশি রাশি যুঁই ফুলের ধারা।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন