আমার বসন্তে
দেবাশিস মিত্র
মনের আকাশে একমুঠো রং কে গো তুমি ছড়িয়ে দিলে...?
কৃষ্ণচূড়ার লালে লাল হয়ে কে গো তুমি আমায় মাতালে...?
দখিণা বাতাসে আবিরের গন্ধে কে গো তুমি আমায়ে ছুঁয়ে গেলে...?
পলাশের রঙে রাঙিয়ে কে গো তুমি এলে মোর স্বপনে...?
বসন্তের কোকিল হোয়ে কে গো তুমি ভালবাসার গান শোনালে...?
শুকনো পাতা ঝরার শব্দে কে গো তুমি আমায়ে আলিঙ্গন করলে...?
মধুর বসন্তে আমার সব কিছু ভরিয়ে দিয়ে কে গো তুমি আমায়ে আপনালে...?
মনের আকাশে একমুঠো রং কে গো তুমি ছড়িয়ে দিলে...?
কৃষ্ণচূড়ার লালে লাল হয়ে কে গো তুমি আমায় মাতালে...?
দখিণা বাতাসে আবিরের গন্ধে কে গো তুমি আমায়ে ছুঁয়ে গেলে...?
পলাশের রঙে রাঙিয়ে কে গো তুমি এলে মোর স্বপনে...?
বসন্তের কোকিল হোয়ে কে গো তুমি ভালবাসার গান শোনালে...?
শুকনো পাতা ঝরার শব্দে কে গো তুমি আমায়ে আলিঙ্গন করলে...?
মধুর বসন্তে আমার সব কিছু ভরিয়ে দিয়ে কে গো তুমি আমায়ে আপনালে...?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন