ভালবাসার সাতকাহন
সৌভিক দে (শুভ)
তখন তুমি সবে তেরো
বালিকা বিদ্যালয়,
আমি তখন ছাত্র বারোর
মানিকতলায়।।
তখন তুমি স্কুলের পথে
মায়ের হাতে হাত,
আমি তখন বন্ধু ভিড়ে,
খুঁজি তোমার সাথ।।
তখন তুমি চাঁদের আলোয়তখন তুমি মেঘলা আকাশ
বজ্রের গর্জন,
আমার তখন জীবন যুদ্ধে
সবে পদার্পণ।।
মিষ্টি হিমেল বাতাস,
আমি তখন তোমার কাছে
রূপালী রাতের আকাশ।।
তখন তুমি লাল সিঁদুরে
গেয়েছো কবির গান,
মোদের তখন সংসারেতে
এসেছে নুতন প্রাণ।।
এখন তোমার বয়স বেড়েতখন তোমার মৃদু হাসি
রূপাঞ্জলির সাজে,
কোথায় যেন হারিয়ে গেছি
পাখির কলরবে।।
হয়েছে ঊনষাট,
তবুও মোদের ভালবাসাতে
পরেনি মনের বাঁধ।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন