কবিতা - রাজেশ চন্দ্র দেবনাথ

আওয়াজ
রাজেশ চন্দ্র দেবনাথ



নিস্তব্দ কুশ ,
তালপাতার কুরসি যুদ্ধেরই ভাবসম্প্রসারন
চাহনির গতিধারা কুমেরু ভেদ করে
আমাদের বরফ সংসারে উদোম বেলার আরব আর্জি ,
নিযুত অমাবস্যায় হাতড়ায় যৌন সম্প্রদায়।

কুয়োতলায় মুহুমুহু কাফরি আওয়াজ
পায়ের শব্দে উতলে উঠে কানাঘুষো।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন