সন্দীপ নস্কর
সাহিত্য,কাব্য,রূপ-রস-মাদকতা,কাব্যরস...
সব কেড়ে নেব।কাব্য-ও ল্যাংটা হবে-
রাস্তার ধারের ল্যাংটা ছেলেটার মত।
কলম দিয়েই খুঁচিয়ে দেব কবিতার সব ক্ষত।
নাঃ,কবিতা আর অন্য ভাষা বলবে না,
লাশ কাটা ঘরের শহরে কাব্যের ক্লাস বসবে না।
যে ভাষায় কথা হয়,চলে জীবনের সব লেনদেন,
সে ভাষায় বলবে কথা, কবিতার বনলতা সেন।
গুনমুগ্ধ পাঠক-পাঠিকার গুনকীর্তনে, জমকালো
বইমেলায় পাঞ্জাবি পরা ন্যাকা কবির ভাষণে,
কি বদলায় ?শহরের কটা ঘাস ছেঁড়া যায় ?
তার চেয়ে বরং উলঙ্গ কবিতার শরীরে,
কলমের খোঁচায় ঝরাব তাজা কবিতার রক্ত,
কবিতার খাতা হবে বেশ্যার রক্তাক্ত বিছানা,
কবিতাও তার অতীত ভেবে,বেশ্যার মত খিস্তি দেবে,
আর,অর্ধনগ্ন দেহে খদ্দের ধরতে দাঁড়িয়ে থাকবে-
শহরের কিনারায়,যেখানে চাঁদের হাট বসে...।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন