কবিতা - সৈকত ঘোষ

ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা
সৈকত ঘোষ


বৃত্তের কেন্দ্রে থাকে মানুষ, স্পর্শক বরাবর ঈশ্বর...

তিনকোনা আকাশ, মাথার ওপর অসীম শূণ্যতা নিয়ে
উপলব্ধির কযেকটা স্তর পেরিয়ে সবকিছু বিলীন হয়ে যাক

এই শহর,সময়ের বলিরেখা জারক-বিজারক
দৈর্ঘ্য থেকে প্রস্থে কেষ্টপুর-VIP ট্রাফিক জ্যাম
one step closer পঞ্চম ব্রম্ভান্ডে আইনস্ট|ইন ও
অগরুম-বাগরুম | রাত্রিভাষা পাল্টে ফ্যালে চতুরঙ্গের দেশে
রুপোলি ক্লীয়পেত্রা

                         অসংখ্য 'কু' কাটছে হ্যাজাকের আলোয়
তোমার নাভি আমার পাশবালিশের ক্রসিংওভার...

                         ওয়ান শর্টে ভার্জিনিটি লুজ করে পৃথিবী
সেকেন্ড শর্টে অবাধ্য নীহারিকা


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন