কবিতা - সুমন কুমার সাহু

চিরতরে
সুমন কুমার সাহু

তোমাকে পড়ে মনে
তুমি উড়ে যাও নীল আকাশের কোণে
বহু দূরে বহু দূরে
ধোঁয়াটে সুরে
তুমি গেয়ে যাও ক্ষণিকের গান গেয়ে
শুধু আমি যাই শুনে।

শত কল্পনা জাগে
তুমি কেটে চলো বুলি মাথার পরে
নরম আলতো হাতে
ঘুম নেমে আসে
আর তুমি জেগে রও সারা রাত ধরে
নব প্রভাতের তরে।

স্নিগ্ধ প্রভাতের আগে
তুমি চলে যাও বাস্তব জগতে
শুধু তোমার জগতে
তব এ খুশির আমেজে
তুমি ভালবেসে চলো নিজের প্রেমে
আমি এখন ও ঘন অন্ধকারে।

আমি চির নির্বাসনে
তুমি কবে ডুবে গেছো অস্তাচলে
ডুবেও যে ডোবনি মনে
এ ঘন অন্ধকারে
তোমার ছবি হৃদয়ে চাঁদ হয়ে ভাসে
আমি ডুবে গেছি চিরতরে।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন