কবিতা - তন্ময় গুপ্ত

তুইও আছিস
তন্ময় গুপ্ত


ওরাও আছে তুইও আছিস
এটাই আশা তুইও আছিস।
ওদের মুখোস ফাটল ধরা
আসল মুখের কদর্যতা
বেরিয়ে আসেই।
এটাই আশা পুরানো তুই
রঙ্গিন মুখের ভিড়ের মাঝে
থাকিস পাশেই।
বিষজর্জর ভগ্নহৃদয়
রণক্লান্ত রক্ত ঝরা
দিনের শেষে,
হঠাৎ এসে ভরসা যোগাস
ওঠ দেখি তুই বুক চিতিয়ে
এক নিমেষে ?’
ভাঙ্গা গড়া সবই দেখিস
এটাই আশা তুইও আছিস।




3 মতামত: