কবিতা - বাবুই

আমার শহর
বাবুই



আমার শহর চেনেনা আমায়
চিনিনা আমিও তোমায়,
যতই ঢাকি নুতনের আড়ালে
শহর কি ভোলা যায় ?
ও শহর তুই চিনলি না আমায়
ভাবলি বিদেশীনি !
আজও তোকে জানবো বলে দাম দিয়ে কিনি |
মাঝে মাঝে সত্যি বড় অচেনা আনমনে...
শহর , তুই বদলে যাচ্ছিস অকারণে |
যারা তোর ছদ্মবেশে করছে সর্বনাশ,
কেন তবে তাদের কাছেই ছুটে ছুটে যাস ?
বিদেশীকে করলি আপন প্রবাসীকে পর..
নিজেই নিজের অজান্তে ডাকলি ভীষণ ঝড়..!
ফিরে আয় শহর আমার অতীতের কাছাকাছি ,
তোর কোলেই মাথা রেখে,
শেষ প্রাণটায় বাঁচি....|



3 মতামত: