জানা নেই
শ্রীমন্ত সিকদার
কতটা এগিয়ে গেলে
কতটা থামতে হয়,
কতটা থেমে থাকলে
সম্পর্কের ডানা পুড়ে যায়,
ঠিক, জানা নেই।
কোনভাবে দিতে গেলে
অহেতুক শব্দ হয়
কতটা কাছে বসলে
নীরবতা ঋজু হয়
তাও দেখি, ঠিক জানা নেই।
প্রকাশ্যে আর গোপনে
জলে ও পাথরে
জীবন যে একটাই হয়
তাও যে সঠিক জানা নেই।
BESH ANUBHOBI LEKHA....
উত্তরমুছুন