কবিতা - দেবাশীষ মিত্র

মনে পড়ে?
দেবাশীষ মিত্র



আজও তোমায় খুঁজে চলেছি, বিয়াসের পাড় ধরে...
চলেছিলাম অনেকটা পথ হাতে হাত রেখে...
কত আদরে, সোহাগে, কত গান আর কবিতাতে...
আজও বিয়াস বয়ে ছলেছে, পাহাড়ের বুক চিরে, নীরবে...
নুড়ি-পাথর আর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে, ভালবাসায় জড়িয়ে ধরে...
আজও আমি অপেক্ষায়, তোমার ওই হাসি মাখা মুখের সন্ধানে...


4 মতামত: