অবগাহন
দীপঙ্কর বেরা
শুকনো জল ছিটিয়ে
মনের উথাল পাথাল বন্ধ করি।
চল চলে যাই ,
হাত ধরতে পারি আর নাই পারি
চেনা সুরে গুনগুনিয়ে উঠতে
আমার বাধা নেই বিন্দুমাত্র ,
পাশের কেউ কিছু শুনুক না শুনুক
কোন উত্তর দিক না দিক
চলার ছন্দে আমরা সামনে এগিয়ে যাবই।
যতই মেরুদণ্ড বরাবর শিরশির করা
লাভার স্রোত নামুক
ঝতে তো হবেই।
আর খুব খুব তেষ্টা পেলেই
তোমার কাছে বসে
তোমার দেওয়া জলে
আমার প্রাণের তৃষ্ণা মিটিয়ে নেব
আর আবার চলব।
BASH TO !!
উত্তরমুছুন