কবিতা - দিব্যেন্দু দে সরকার

মাঝ রাতে
দিব্যেন্দু দে সরকার



মাঝ রাতে ঘুম ভাঙ্গা চোখে
দেখি তুমি আছো আমার পাশে,
মনটা যে কি আনন্দ পেল
বলে বুঝাতে পারব না কখনো কাউকে ।
কিছুক্ষণ পর দেখি তুমি নেই
চার পাশে ঘুরে তাকিয়ে রইলাম,
তবুও তুমি চোখে ধরা দিলে না
অবুঝ মন বুঝতে পেল অবশেষে,
আসলে তুমি যে আমার স্বপ্ন
তাই তন্দ্রা চোখে তুমি এসেছিলে ।


2 মতামত: