ইচ্ছে
রানি সিনহা
তোমাকে খুব ছুঁতে ইচ্ছে করে
তুমি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল।
তুমি সকালের রাঙা সূর্যের আকাশ, তুমি রাতের স্নিগ্ধ আলো।
তুমি ভালো লাগা সন্ধ্যার মেঘ।
তুমি আমার নিভৃত সাধনা,
তোমাকে পেতে চাই আমার মনের নিবিড় আঙিনাতে।
জীবনের কিছু কিছু না বলা কথা, জীবনের কিছু কিছু অদ্ভুত অনুভুতি
রাগ অনুরাগ মনের গোপনে লুকিয়ে থাকা কিছু না বলা কথা
ইচ্ছে হয় মন চায় এমন একজনকেই ...
সে তো শুধু 'তুমি'।
তুমি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল।
তুমি সকালের রাঙা সূর্যের আকাশ, তুমি রাতের স্নিগ্ধ আলো।
তুমি ভালো লাগা সন্ধ্যার মেঘ।
তুমি আমার নিভৃত সাধনা,
তোমাকে পেতে চাই আমার মনের নিবিড় আঙিনাতে।
জীবনের কিছু কিছু না বলা কথা, জীবনের কিছু কিছু অদ্ভুত অনুভুতি
রাগ অনুরাগ মনের গোপনে লুকিয়ে থাকা কিছু না বলা কথা
ইচ্ছে হয় মন চায় এমন একজনকেই ...
সে তো শুধু 'তুমি'।
অপুর্ব হয়েছে
উত্তরমুছুন