কবিতা - রাজ মল্লিক

তোমার অপেক্ষায়
রাজ মল্লিক


তোমার জন্যই অপেক্ষা শুধু আমার
তোমাকে খুজেছি সারা সারা দিন ,
সারা সারা রাত
তোমাকে খুজেছি সারা সারা মাস ,
সারা সারা বছর।
তোমাকে খুজেছি শহরের অলি গলি পথ
শিশির ভেজা মেঠো আল।
কখনো খুজেছি ক্লান্ত ভিড়ের মাঝে
হন্যে হয়ে তপ্ত দুপুরে বা নিঝুম সাঁঝে।
হয়তো নির্জনে কোথাও হারিয়ে গেছ তুমি
কোনো এক অজানা শহরের ভিড়ে
অস্থির এই মন পড়ে আছে শুধু তোমাতে
পারলে তুমি , এ ভাবে আমায় ফেলে যেতে ?
আমার এই হৃদয় শুধুই তোমার অপেক্ষায়
একটি বার যদি পেতাম তোমার দেখা।
কঠিন ওই বাঁধন ছিড়ে পারো নাকি আসতে
পথ চেয়ে বসে ছিলাম , আছি , থাকবো তোমার অপেক্ষাতে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন