আকাশ ভালবাসি
প্রদীপ বসু
দে না আমায় ছেড়ে, আকাশটা দেখে আসি,
হাতের চেটোয় কেন, হারাব আমার হাসি,
দিবি আমায় ছেড়ে-, আমি,আকাশ ভালবাসি।
তোরা নাকি 'মানুষ'? কোথায় তোদের হুঁস?
পরের জীবন লুটে হাসিস জয়ের হাসি--…
দে ছেড়ে আমায় আমি আকাশ ভালবাসি।
বদ্ধ জীবন খানা হাঁপায় যে একটানা….
স্বাধীনতার আলো হারাই দিবানিশি –
শুধু দে না আমায় ছেড়ে সুদূর ,
আকাশ যে ভালবাসি।...
হাতের চেটোয় কেন, হারাব আমার হাসি,
দিবি আমায় ছেড়ে-, আমি,আকাশ ভালবাসি।
তোরা নাকি 'মানুষ'? কোথায় তোদের হুঁস?
পরের জীবন লুটে হাসিস জয়ের হাসি--…
দে ছেড়ে আমায় আমি আকাশ ভালবাসি।
বদ্ধ জীবন খানা হাঁপায় যে একটানা….
স্বাধীনতার আলো হারাই দিবানিশি –
শুধু দে না আমায় ছেড়ে সুদূর ,
আকাশ যে ভালবাসি।...
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন