কবিতা - সৌভিক দে (শুভ)

তোমাকে চাই
সৌভিক দে (শুভ)


ভোরের আপছা আলোয়
একাকি একলা মনে,
হারানো পথের খোঁজে
দাড়িয়ে গঙ্গা তিরে,
তোমাকে চাই।।
ট্রামে-বাসে চেপে
হাতিবাগান – ধর্মতলা ঘুরে,
আমার শহর ভিরে
মিশে যাওয়ার পথে,
তোমাকে চাই।।
অফিস কামাই করে
ময়দানে একলা বসে,
বাদাম খেতে খেতে
আনমনা এই মনে,
তোমাকে চাই।।
বাড়ি ফেরার সময়
পাখিদের কলরবে,
ল্যাম্প পোস্টের নিচে
বাসের প্রতিক্ষায়,
তোমাকে চাই।।
রাতের আঁধার ঘুচায়
মোমের আলোয়,
খাবার টেবিলে
ভালবাসার গানে,
তোমাকে চাই।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন