রূপচর্চা - মিলি মুখার্জী

বর্ষায় পায়ের যত্ন
মিলি মুখার্জী

আমাদের প্রায় সকলকেই প্রতিদিন বাড়ির বাইরে বের হতে হয়। বর্ষার রাস্তায় থাকে উপরি কাদা-নোংরা-জল। তাই বর্ষাকালে রোজই পায়ের যত্ন নেওয়া উচিত। মেনে চলুন কয়েকটি ধাপ, তাহলেই হলঃ

১) প্রথমে আপনার পায়ের নখ কেটে নিন গোল কিংবা চৌকো আকারে।
২) এবারে একটা গামলাতে হালকা গরম জল নিয়ে তাতে দু’টো পা ডুবিয়ে বসুন ।
৩) পা ঘষার ব্রাশে সামান্য লিকুইড সাবান দিয়ে পায়ের উপর-নিচ ভালো করে ঘষে নিন, গোড়ালিও ঘষে নিন পিউমিফ স্টোন দিয়ে।
৪)এবার ঠাণ্ডা জল দিয়ে পা ধুয়ে শুকনো করে মুছে নিন।
৫)পায়ের নখের ভিতর আর বাহিরের দিকের ময়লা নেল-পুশার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।
৬)ফুট-ক্রিম দিয়ে পা হালকা ম্যাসাজ করুন।
৭)নখের উপরের ক্রিম তুলো দিয়ে মুছে নিন। আপনি মহিলা হলে পছন্দ মতো নেল পালিশ পরতে পারেন।

দেখুন তো, এবারে আপনার পা কি সুন্দর আর ঝকঝকে দেখাচ্ছে।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন