আমিও আছি
শমীক দাশগুপ্ত
এ প্রাণ যদি না হয় শেষ,
এ জীবন যে লাগে বেশ।
এ প্রদীপ যদি নতুন শিখায় জ্বলে,
এ পথ যদি পথিকের আয়ু বলে,
এ আলো যদি আল-আধারে চলে,
মৃত্যু হাসে, জীবন আসে, অসম সমান্তরালে।
তুমি এসো, আমিও আসি, একই আত্মার মধ্যে মিশি,
তুমি রুপে চরম সত্য, আমি নাহয় ভগ্ন বাঁশি।
রাত যে একটু বাকি ছিল, যাওয়াও বাকি ঘুম এর কাছে,
কত গুল্পগুচ্ছ মাঝে আমার একটি গল্প আছে।
এ জীবন যে লাগে বেশ।
এ প্রদীপ যদি নতুন শিখায় জ্বলে,
এ পথ যদি পথিকের আয়ু বলে,
এ আলো যদি আল-আধারে চলে,
মৃত্যু হাসে, জীবন আসে, অসম সমান্তরালে।
তুমি এসো, আমিও আসি, একই আত্মার মধ্যে মিশি,
তুমি রুপে চরম সত্য, আমি নাহয় ভগ্ন বাঁশি।
রাত যে একটু বাকি ছিল, যাওয়াও বাকি ঘুম এর কাছে,
কত গুল্পগুচ্ছ মাঝে আমার একটি গল্প আছে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন