কবিতা - বিদিশা সরকার

একাঙ্ক নাটক
বিদিশা সরকার


ধুয়ে গেল ইষ্টনাম প্রথম বৃষ্টিতে
সুনন্দা দাঁড়িয়ে ভিজল,প্রতিবেশী গ্রাম
ধানের যৌবনে লাগল আমন পৌরুষ
কাগজি লেবুর গন্ধে মিলেমিশে ঘাম

কেউ সুখে আড়াআড়ি সম্পর্কে সেলাই,
আরশি বাঁচিয়ে কারো মোহিনীআট্ট‌ম
নীলাঞ্জন চশমা খুলে সুদূরপিয়াসী
বজ্রগর্ভে কান পাতে কালের সোহম

সোহম,না নীলাঞ্জন কার দায় এতে
শঙ্খিনী শ্রাবনসন্ধ্যা পদ্মিনী চাতক
পর্দা ভেজে অহরহ পর্দা ছিঁড়ে গেলে
আমাদের গুমঘরে লুকায় ঘাতক

ঘাতক পরমপূজ্য ছায়া স্বরলিপি
নটীর নূপুরে বৃষ্টি আর ছায়ানট
সারেঙ্গী হারিয়ে যাচ্ছে ডাকো ওকে ডাকো
জীবন আলেখ্য, নাকি একাঙ্ক নাটক !!


1 মতামত: