কবিতা - ঊষসী ভট্টাচার্য



কবিতাঃ

দিগন্তে দাঁড়িয়ে 
ঊষসী ভট্টাচার্য 



আমাদের শূন্য মাঠ ভরে গেছে রোজের কানাকানিতে,

কৌণিক দুরত্ব মাপতে মাপতে বৃত্তে এসে সরল রেখা খুঁজেছি। পা পিছলে গেছ শুনে ছুটে যায়নি তুলে ধরতে। সিম কার্ড বদলেছি মনের মোবাইলে। রিংটোন দু বেলার অসুখ ঢাকে প্রেমের গানে,

আমরা তো গানের তালে মন নাচাতে ভালবাসি। মনের তালে গান বাজলে বেসুরো গীটার একতারা হয়ে যায়। আমাদের নাগরিকতায় যা কদাকার।

ক্রিকেট সিজিনে দাঁড়িয়ে আমরা তাই স্কোয়ারকাট খুঁজি।



পরিত্যক্ত ঠিকানা সন্ধানে মেলেনা, একথাটাই ভুলে যাই কেবল।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন