কবিতাঃ
মৃদুভাষী পাখি
কচি রেজা (বাংলাদেশ)
জানা ছিল না, যেখানে দাঁড়ানো সবল আমগাছটা,
তরুণ ছিল কি না তখনও,
অজানা ছিল কি না রং ও রূপকের সমানুপাত
তারার চেয়ে মৃদুভাষী এক পাখি সন্ধ্যাটা ক্রমাগত আঁচড়ালো
যেন বরফের নীচে লুকানো সহসা বসন্তকাল
দেবতার লোভে এসে পাখি হয়ে গেছে
এখন আমি ও ভোর,
ভেতরভাগে বেঁচে থাকার রিফ্রেশমেন্ট
যখন চারদিক থেকে ছোটো হয়ে আসছে রুমাল
চা-এর ঘ্রাণ অথবা বেসিনের জলের শব্দ, জীবনের দরজা পার হতে
ঘুমের ওষুধ...
বন্ধুরা, আমি মরব না,
মেঠোপথ পাওয়া গেল, অনন্তকাল আমি হাঁটবো, হেঁটে হেঁটে হেঁটে......।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন