অনুবাদ কবিতা - ইন্দ্রানী সরকার



অনুবাদ কবিতাঃ


I have loved flowers that fade
by Robert Bridges



I have loved flowers that fade,
Within whose magic tents
Rich hues have marriage made
With sweet unmemoried scents:
A honeymoon delight,
A joy of love at sight,
That ages in an hour
My song be like a flower!


I have loved airs that die
Before their charm is writ
Along a liquid sky
Trembling to welcome it.
Notes, that with pulse of fire
Proclaim the spirit's desire,
Then die, and are nowhere
My song be like an air!


Die, song, die like a breath,
And wither as a bloom;
Fear not a flowery death,
Dread not an airy tomb!
Fly with delight, fly hence!
'T was thin love's tender sense
To feast; now on thy bier
Beauty shall shed a tear.



আমি বিবর্ণ ফুলই ভালোবাসি 
রবার্ট ব্রিজেস
অনুবাদ – ইন্দ্রানী সরকার 


আমি বিবর্ণ ফুলগুলিকেই ভালবেসেছি
সেইসব ফুল যাদের জাদুকরী তাঁবুতে 
সুমিষ্ট গন্ধের স্মৃতি এখনো বিদ্যমান ।
সেইসব ফুল যা দেখা মাত্রই 
মধুচন্দ্রিমা আনন্দে ভরে ওঠে,
ভালোবাসার খুশি উচ্ছ্বল হয়ে ওঠে ।
কিন্তু কিছুক্ষনেই সেইসব ফুল
বিবর্ণ হয় যেমন আমার গান হয়ে যায় ।


সেইসব বাতাস যারা আকাশে বৃষ্টির ফোঁটা 
হবার আগেই নিঃশেষ হয়ে যায় 
আমি তাদেরই ভালোবেসেছি ।
সেই সমস্ত বর্ণমালা যারা আগুনে 
জ্বলে উঠে মনের বাসনা প্রকাশ করে 
ও অবশেষে তারা মৃত ও বিলুপ্ত হয় 
আমার গানও ওই বাতাসের মত ।


আমার গান তুমি এক নিঃশ্বাসের মতই 
নিঃশেষ হয়ে যাও যেমন ফোটা ফুল বিনষ্ট হয়;
পুষ্পশয্যায় মৃত্যুর কথা ভুলেও ভেব না,
অনুকুল বাতাসে ভরা সমাধি আশায় থেকো না !
খুশিতে উড়ে বেড়াও যেখানে সেখানে,
যে নরম ভালোবাসা তুমি অনুভব করতে 
এখন তা শব-বহনকারী একটি আধার, 
যেখানে সৌন্দয্যের মৃত্যু হয় ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন