কবিতাঃ
উষা
সুমন কুমার সাহু
বহুদিন পর আজ
মিশেছে কলম
সাদা নির্জীব কাগজে
সজীব সতেজ মন
উধাও চোখের ঘুম
-জেগে রই তন্দ্রা আচ্ছন্নে
নির্মম শাণিত
কলমের ধার
কেটে চলে বুলি খাতার 'পরে
ওই বুঝি ভোর হলো
ওই বুঝি উঠলো রবি
-মন পড়ে রয় জানালার ধারে
রাতের এই অন্ধকারে
মোমবাতি গলে চলেছে
ধীরে ধীরে নিঃশব্দে
ভোরের আলো ওঠার আগে
যদি যায় নিভে
-কলমের নিপীড়ণ যাবে বুঝি থেমে
মনের এই দ্বন্দ খেলা
কলমের ছুটে চলা
একদিন যাবে থেমে
হয়তো সেদিন ঘুমিয়ে যাবো
মিলিযে যাবো অথৈ জলে
-চোখের বালি মিশে I
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন