কবিতা - তন্ময় গুপ্ত



কবিতাঃ

সঙ্গী - অবিশ্বাস
তন্ময় গুপ্ত


হাজার লোকের ভিড়ে
পথ হাঁটি আমি একা, সঙ্গী- চিরবিশ্বস্ত অবিশ্বাস।
একে একে ছেড়ে গেছে মান-অপমান-ব্যাথা
আরও অনেক পথের সাথী। মিশে গেছে মুখের ভিড়ে ।
বিন্দাস আমি দু পকেটে হাত, 
শিষ দিতে দিতে রাস্তা পেরোনো উদাসীন পা
মুখ- মুখোশের ঠেলাঠেলি,স্মৃতির ঝলক, এলোমেলো কথা।
এই আছি বেশ নিজের মতো
শুধু শিউরে উঠি নিজের ছায়া দেখে
সঙ্গী- চিরবিশ্বস্ত অবিশ্বাস।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৫ এপ্রিল, ২০১৪ এ ১২:১৭ AM

    তন্ময় গুপ্ত-র লেখা 'সঙ্গী - অবিশ্বাস' পড়ে এক বিষন্ন অসহায়তার ছায়া দেখতে পেলাম কবিতাটিতে। সুলিখিত এই কবিতা কিন্তু একটি ঋণাত্মক মানসিকতাকে প্রশ্রয় দিয়েছে,এক হালছাড়া নৌকার মত গড্ডলিকায় গা ভাসিয়ে দেবার প্রয়াসে । তন্ময়ের অন্য সব লেখার চেয়ে তাই এ লেখা কিছুটা আলাদা,অন্য রকম ।

    উত্তরমুছুন