কবিতা - সুমন মল্লিক



কবিতাঃ

মরসুমী বেদনারা ভিড় করছে আবার
সুমন মল্লিক


মরসুমী বেদনারা ভিড় করছে আবার
আবার শুরু হয়েছে রিমঝিম ধারায়
আমার নির্জন জলশিল্প... 
ভোরের সাইরেনের আওয়াজ আর
জানলা দিয়ে আসা শীতের শেষ হিমবাতাসে
একাকার হচ্ছে স্বপ্নের তদবির
আর নষ্টাসক্তির বিবরে জমে উঠছে 
আদিম প্রেয়সীর প্রতি অগণিত বিষণ ৷
মরসুমী বেদনারা ভিড় করছে আবার
আবার নিষ্কাম ও নিষ্ক্রমণ হবে নাস্তানাবুদ ৷


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন