কবিতাঃ
স্মৃতিমধুর
শমীক দাশগুপ্ত
স্মৃতির হাসি, স্মৃতির গান, স্মৃতিতে মেশে স্বচ্ছ প্রাণ,
অবুঝ মনের কথা ছিল, গেয়েছি যে শৈশবের গান।
দূরের পথিক দূরে এলাম, সময় খেলে নিজের খেলা,
দগ্ধ হয়ে হলাম বড়, সিক্ত ছিল ছেলেবেলা।
সেই স্মৃতি আজও ঠিকানা খোঁজে ব্যস্ত শহর মাঝে,
সেই হাসি আজও আছে মাখা চোখের পাতার ভাঁজে।
সেই গান আজও গেয়ে উঠে খামখেয়ালি সূরে,
সেই মন আজও আশায় বাঁচে একলা দুপুরে।
অল্প দেখা, অল্প কথা, অল্প সবই চাওয়া পাওয়া,
অন্তরিত প্রার্থনাতেই তোমার আমার আসা যাওয়া।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন