ব্যক্তিগত গদ্য - উৎসব দত্ত


সৈনিকের জীবন

উৎসব দত্ত

বেশ ছোটবেলায় ক্লাস সিক্স কি সেভেন হবে অমরনাথ যাব বলে আমি আর বাবা কাশ্মীর গিয়েছিলাম। সঙ্গে আর কেউ ছিলনা। সেই সময় কাশ্মীর উত্তাল। গুলি চলছে কারগিল হয়ে গেছে অটলবিহারী বাজপেয়ীর সরকার
পহেলগাও থেকে চন্দনবাড়ি যেতে যেতে শুনলাম নীচে লিডার নদীর ধারে ঠিক আমাদের টেণ্টের কাছে ফায়ারিং হচ্ছে জঙ্গি ঢুকে পড়েছে। দুজন জওয়ান মারা গেছেভয়াবহ অবস্থা খুব ভয় পেয়ে গেলাম। রাস্তায় এমনিতেই মিলিটারিতে ছেয়ে আছে। যাকে তাকে সার্চ করছে

এর মধ্যে একজন বাঙালী মিলিটারির সাথে আলাপ হয়। আমাদের দেখে সে একটা কথা বলেছিল আজও আমার পরিষ্কার মনে আছে "মিলিটারিদের জীবনের মূল্য একটা বুলেট মাত্র। আপনারা এখানে বেড়াতে এসেছেন নির্দ্বিধায় ঘোরাফেরা করুন যদি কোন দুর্ঘটনা ঘটে আগে আমরা মরব আপনাদের কিছু হবেনা"

এই কদিন আগেও জঙ্গি নেতা বুরানকে মারতে মিলিটারি জঙ্গি সংঘর্ষে দেশের বীর সৈনিকরা শহীদ হলমনে পড়ে যাচ্ছিল সেই বাঙালী জওয়ানের কথা। সেই বাঙালী জওয়ান আজ কোথায় কিভাবে আছেন জানিনা কিন্তু সেদিনের তাঁর কথাগুলো আমার স্পষ্ট মনে আছে "মিলিটারিদের জীবনের মূল্য একটা বুলেট মাত্র


1 মতামত: