কবিতা - জয়ন্ত



সঙ্গে চল
জয়ন্ত
তোর আড় চোখের কি কথা আজ শোনাবি বল?
 বৃষ্টি দিন..বিরামহীন.. সংগে চল।
 রোজ নতুন তোর সবই ভালোলাগা,
একটু থাক..থমকে দেখ.. জ্বলে আগুন !!
 চোখ ছুঁয়ে যে ফোঁটা ঝরে গেল,
 কত কথা ব্যথা ভরা ধুয়ে দিল।
 ওরে মেঘ সরে দাঁড়া পাশ ফিরে,
রাস্তা দূর সংগে তোর হাত ছুঁয়ে।
 ছেঁড়া চিঠির সিঁদুর বেশ আপন,
মন গভীর ভালবাসা তাই গোপন।
 আয় উড়ে চট্ করে এই তো বুক,
আজ নতুন তুই শুধু সব ভুলে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন