কবিতা - পলাশ কুমার পাল



ফিরে দেখা শান্তিনিকেতন 
পলাশ কুমার পাল

বৃষ্টিতে ভিজছে সেদিন...
ট্রেন ছেড়েছে সমান্তরালে;

সিগন্যালে লাল রঙ
'
যেতে নাহি দেব!'

জানলা দিয়ে পেছু ফেরা
'
রোদ কেন সেদিনের ছায়া নিয়ে ফেরে না?'

আমি তো দাঁড়িয়ে আছি তোমার নিকেতনে;
তবু ট্রেন কেন দোলে?

বৃষ্টির ছিটেতে ভিজি,
চলন্ত মেঘেদের মতো নীল
               
আকাশের খোঁজে...


3 মতামত:

  1. ধন্য হলাম। সেদিন শান্তিনিকেতন থেকে ফেরার পথে লেখা। কৃতজ্ঞতা জানাই।

    উত্তরমুছুন
  2. ভুলে যাওয়া কথারা
    স্মৃতির ঘরে দেয় হানা ,
    লাল পলাশে মধুপের আনাগোনা
    আমার আমিকে বারে বারে করে উন্মনা ॥

    উত্তরমুছুন