কবিতা - পলা



তিন মুঠো
পলা

কোনো মাইলের গুনতিতে যেও না
তোমার আমার দূরত্ব মাপার জন্য
শুধু মন দিয়ে শোনার চেষ্টা করলে
অনুভব করবে আমার হৃদস্পন্দন
কোনো দূরত্ব সরিয়ে নিতে পারবে না
এ হৃদয় কে ভালবাসার পথ থেকে
একরাশ চোখের জল শুধু সাক্ষী থাক
সে সত্যি ভালবাসার গল্প বুকে নিয়ে।
এখনও ফুরিয়ে যায়নি প্রাণের সাধ,
ধানকাটা সারা হলে কুয়াশার ছোঁয়া লাগে মাঠে,
এখনও যুবতী সিঁথি চেয়ে থাকে
সোহাগী সিঁদুর মেখে রাতের শেষ গাড়ীর দিকে।
সময় মাঝে মাঝে ফিরে তাকায়
জানলার কাঁচে জমা শীত হাতছানি দিয়ে বলে
বাঁশবনে ঝরা পাতা সরিয়ে দেখ
পুরোনো ছবির পাতা ভেসে উঠবে লাশের মত


1 মতামত: