হারিয়ে যাওয়া প্রেম
শিশির মাহমুদ
শিশির মাহমুদ
মৈথুনে নীল হওয়া একটা ফেরারি জোনাক-
ধূসর চোখে রেখে গেছে বিবর্ণ কিছু আলো।
তাইতো স্বপ্নধূলিতে লিপ্ত হয়ে প্রজাপতির ডানায়-
উড়ে চলে ভালোবাসার স্লোগান।
শ্রাবণের নষ্টালজিক দুপুরে বয়ে চলে-
তীব্র ঝড়ো বাতাস।
মুখে একপশলা শুভ্র বৃষ্টির ছাঁট;
অপাঙ্গে দেখি মৃত্তিকার সাথে মেঘদের প্রণয়।
তীব্র ঝড়ো বাতাস।
মুখে একপশলা শুভ্র বৃষ্টির ছাঁট;
অপাঙ্গে দেখি মৃত্তিকার সাথে মেঘদের প্রণয়।
তোমার নিবিড় আশ্লেষে জেগে উঠে-
হৃদয় নিংড়ানো শ্বেতপদ্ম।
আলোর বিন্যাসে বহুরুপী অগ্নিরেখা,
তাই অনন্তকালের ঘুমে শুয়ে থাকি আমি হিমাঙ্করেখায়।
হৃদয় নিংড়ানো শ্বেতপদ্ম।
আলোর বিন্যাসে বহুরুপী অগ্নিরেখা,
তাই অনন্তকালের ঘুমে শুয়ে থাকি আমি হিমাঙ্করেখায়।
অদম্য মাতাল পাখিদের মত-
ডানা ঝাপটায় আমার চির ক্রীতদাস হৃদয়।
তবুও নিষ্কলুষ কল্পনায় নিথর চুম্বনে আপ্লুত করি-
কার্তিকের ফুলেল বিকেল।
ডানা ঝাপটায় আমার চির ক্রীতদাস হৃদয়।
তবুও নিষ্কলুষ কল্পনায় নিথর চুম্বনে আপ্লুত করি-
কার্তিকের ফুলেল বিকেল।
অঘ্রাণে মেঠো পথের পিঙ্গল মাটির গন্ধে-
লুকিয়ে থাকে আমার বৈরাগ।
শিশির সিক্ত ঘাসফুলে কল্পনার কুহক-
অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত করে আমাকে।
লুকিয়ে থাকে আমার বৈরাগ।
শিশির সিক্ত ঘাসফুলে কল্পনার কুহক-
অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত করে আমাকে।
তবুও কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়-
ফিরে পেতে চাই আমার শ্বাশ্বত প্রেম;
যে প্রেম নিরবে হারিয়ে গেছে বহু বছর আগেই-পলাশপুরের ধূলোমাখা পথে!!!
ফিরে পেতে চাই আমার শ্বাশ্বত প্রেম;
যে প্রেম নিরবে হারিয়ে গেছে বহু বছর আগেই-পলাশপুরের ধূলোমাখা পথে!!!
মৈথুনে নীল হওয়া একটা ফেরারি জোনাক-
ধূসর চোখে রেখে গেছে বিবর্ণ কিছু আলো।
তাইতো স্বপ্নধূলিতে লিপ্ত হয়ে প্রজাপতির ডানায়-
উড়ে চলে ভালোবাসার স্লোগান।
ধূসর চোখে রেখে গেছে বিবর্ণ কিছু আলো।
তাইতো স্বপ্নধূলিতে লিপ্ত হয়ে প্রজাপতির ডানায়-
উড়ে চলে ভালোবাসার স্লোগান।
শ্রাবণের নষ্টালজিক দুপুরে বয়ে চলে-
তীব্র ঝড়ো বাতাস।
মুখে একপশলা শুভ্র বৃষ্টির ছাঁট;
অপাঙ্গে দেখি মৃত্তিকার সাথে মেঘদের প্রণয়।
তীব্র ঝড়ো বাতাস।
মুখে একপশলা শুভ্র বৃষ্টির ছাঁট;
অপাঙ্গে দেখি মৃত্তিকার সাথে মেঘদের প্রণয়।
তোমার নিবিড় আশ্লেষে জেগে উঠে-
হৃদয় নিংড়ানো শ্বেতপদ্ম।
আলোর বিন্যাসে বহুরুপী অগ্নিরেখা,
তাই অনন্তকালের ঘুমে শুয়ে থাকি আমি হিমাঙ্করেখায়।
হৃদয় নিংড়ানো শ্বেতপদ্ম।
আলোর বিন্যাসে বহুরুপী অগ্নিরেখা,
তাই অনন্তকালের ঘুমে শুয়ে থাকি আমি হিমাঙ্করেখায়।
অদম্য মাতাল পাখিদের মত-
ডানা ঝাপটায় আমার চির ক্রীতদাস হৃদয়।
তবুও নিষ্কলুষ কল্পনায় নিথর চুম্বনে আপ্লুত করি-
কার্তিকের ফুলেল বিকেল।
ডানা ঝাপটায় আমার চির ক্রীতদাস হৃদয়।
তবুও নিষ্কলুষ কল্পনায় নিথর চুম্বনে আপ্লুত করি-
কার্তিকের ফুলেল বিকেল।
অঘ্রাণে মেঠো পথের পিঙ্গল মাটির গন্ধে-
লুকিয়ে থাকে আমার বৈরাগ।
শিশির সিক্ত ঘাসফুলে কল্পনার কুহক-
অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত করে আমাকে।
লুকিয়ে থাকে আমার বৈরাগ।
শিশির সিক্ত ঘাসফুলে কল্পনার কুহক-
অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত করে আমাকে।
তবুও কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়-
ফিরে পেতে চাই আমার শ্বাশ্বত প্রেম;
যে প্রেম নিরবে হারিয়ে গেছে বহু বছর আগেই-পলাশপুরের ধূলোমাখা পথে!!!
ফিরে পেতে চাই আমার শ্বাশ্বত প্রেম;
যে প্রেম নিরবে হারিয়ে গেছে বহু বছর আগেই-পলাশপুরের ধূলোমাখা পথে!!!
একই লেখা দুবার কেন ?
উত্তরমুছুন