কবিতা - অজেয় বিক্রম শিবু



মন বৃষ্টি
অজেয় বিক্রম শিবু
সেদিন শ্রাবণ, তখন ভারী বর্ষা বেলা
রোদের সাথে আকাশ আপন মনে
বৃষ্টি তোমার প্রবল প্রলোভনে
আকাশ যে আজ করছে ভীষণ খেলা।
বর্ষা, তুমি মেঘকে যখন ডাকো
আকাশ তখন ভীষণ গর্জনে
বুকের ভেতর নাড়িয়ে দিয়ে যায়,
আবার যখন বৃষ্টি অবেলায়
মনের ভেতর কদম তুমি আঁকো।
বৃষ্টি, তোমায় ডাকবো রাতের পরে
এমন ওমনি জড়িয়ে পরস্পরে।
ভোর সকালে উঠোন ভরা জল
এই বৃষ্টি, কি চায় তোর মন ?
আমায় তবে আরেকটি বার বল।


1 মতামত: