মুক্তি
গৌতম সেন
একটা দামাল ঝড়কে বুকে চেপে
যে মানুষটা এগিয়ে চলেছে ভালবেসে
সে খোঁজে তার সমস্ত ক্লান্তির শান্তিনিকেতন।
ঈশ্বরের মন যতই পাষাণ হোক
মুহূর্তের জন্যে হবে তো দূর্বল একদিন
সে দিন সে মানুষটা জানাবে করুণ আবেদন।
চেতনা কবিতা হবে সেদিন - সুখসঙ্গীতমুখর
ঝড়ের অবসানে নেমে আসবে এক সুগভীর স্তব্ধতা
শান্ত হ’লে মন ঈশ্বরের নামে নেমে
আসে সুপ্ত নীরবতা।
ভালবাসা দিশারী হবে, বাকি পথচলা ধীর মগ্ন পায়ে
চিন্তাহীন ক্লান্তিহীন অনন্ত সময় বিস্তার
চারপাশে
মানুষটা ভুলে যাবে নাজেহাল জীবনের সব খর্বতা।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন