সম্পাদকীয় - জুলাই ২০১৫



সম্পাদকীয়

কেন মেঘ আসে হৃদয় আকাশে... হ্যাঁ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ ছেয়েছে সজল মেঘে, বৃষ্টি হচ্ছে, চাষ হচ্ছে, আবাদ। আমার ওই গানের লাইন মনে এল কেন হঠাৎ? চিলেকোঠা ওয়েবজিনের আকাশেও মাঝে মাঝে মেঘ আসে, ঘন কালো মেঘ, মন ভার হয়ে আসে তার। প্রকাশ্যে আসতে তার বেলা কখন যেন বয়ে যায়। বেলা যে বয়ে এল, জলকে চল – বলে তাকে হুঁশে ফিরিয়ে আনতে হয়। হুঁশে ফিরলেই আবার সে ফলন্ত। কবিতায়, গল্পে, গদ্যে সে তখন সেজে উঠেছে। তাকে আড়ে আড়ে দেখবেন না, কষ্ট পাবে ও। দেখুন পূর্ণ দৃষ্টিতে। সুন্দর যা কিছু, তা আরও সুন্দর হয়ে ওঠে প্রকৃত দর্শনে। আর দর্শন শব্দের অর্থ তো দেখায় সীমাবদ্ধ থাকে না, তা বিস্তার লাভ করে পাঠে, মননে, অনুভবে, প্রজ্ঞায়।

সূচিতে চোখ রাখার আগে একবার চোখ রাখুন ‘কিছুকথা’য়...   

কিছুকথা  

কথা সামান্যই। কিছু প্রশাসনিক ও যান্ত্রিক সমস্যার জন্য আমাদের এবারের ওয়েবজিন বের হতে দেরি তো হলই, সঙ্গে লেজুড়ের মতো জুড়ে থাকল লেখা চাওয়া হয়েছিল, পাঠানোও হয়েছিল অথচ প্রকাশ হল না জাতীয় দ্বন্দ-সমাস। এক মাস হাতে পেলে এইসব দ্বিধা দ্বন্দ দূরে ফেলে আমরা নতুন দিগন্তের খোঁজে হব নিরুদ্দেশ, কথা দিচ্ছি, আপনারাও সঙ্গী হবেন তো? 


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন